মাইদুল ইসলাম জেলা প্রতিনিধি গাইবান্ধা দৈনিক শিরোমণিঃ গাইবান্ধার লক্ষীপুর স্কুল এ্যান্ড কলেজের সিনিয়র সহকারি শিক্ষক ও নির্বাচিত ইউপি সদস্য এবং আন্তজার্তিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার অন্যতম সদস্য আব্দুর রউফ মাষ্টারের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে খুনি “আরিফের” ফাসি দ্রুত ফাসি সহ দ্রুত বিচারের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আন্তজার্তিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের গানাসাস মার্কেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে লক্ষীপুর স্কুল এ্যান্ড কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করে।এতে আন্তজার্তিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আকরামুল হক রাঙ্গা এর সঞ্চালনায় ও সভাপতি শফিউল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, আব্দুল ছাদী সরকার, লক্ষীপুর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, গাইবান্ধা জেলা জাসদ সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি,জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সহ-সভাপতি এ্যাড: জি,এস এম আলমগীর,আব্দুল হাদী সরকার, সাংগঠনিক সম্পাদক মুকুল মাসুদ,লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আফলাক হোসেন,রউফ মাষ্টারের বড় বোন মোছা: মমতাজ বেগম, শাহাজাহান সরকার, ফাউজুল করিম ফুল মিয়া,রাশেদুজ্জামান লিটন, স্কুল ছাত্রী তাসলিমা খাতুন সহ অনেকে।বক্তারা আব্দুর রউফ মাষ্টারের খুনি আরিফের দ্রুত ফাসি সহ দাবীতে হত্যাকান্ডের সাথে জড়িত মদদদাতাদের দ্রুত খুজে বের করে গ্রেফতার ও বিচারের দাবী জানান। অন্যথায় তারা বড় ধরনের আন্দোলনের কর্মসূচি গ্রহন করার ঘোষনা দেন।