এসএম শাহাদৎ হোসাইন গাইবান্ধা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় ১৭ কেজি ৭ গ্রাম গাঁজাসহ ২টি সিএনজি জব্দ করা হয়। গত ২৩ আগস্ট সোমবার সন্ধ্যায় র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানির ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার মামুন মিয়া (২২), মমিদুল হক (২৩), রাজিনুর রহমান (২৩), শ্রী বিশাদ রায় (২৫) সঞ্জিব রায় (২১),নুরুজ্জামান (৪০)ও গাইবান্ধার পাভেল সরকার (২৬)। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ আগস্ট সোমবার সকালে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ড বনফুল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে ১৭ কেজি ৭ গ্রাম গাঁজা ও ২টি সিএনজি জব্দ করাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]