মাইদুল ইসলাম,জেলা প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ভবনে কার্যদিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে না। যেন দেখার কেউ নেই।উল্লেখ্য, দেশের জাতীয় পতাকা প্রতিটি মানুষের গর্ব ও অহংকার। এ পতাকা আমরা পেয়েছি দীর্ঘ নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত স্বাধীনতার মাধ্যমে। তাই আমাদের জাতীয় পতাকা ও স্বাধীনতা যুদ্ধ পরস্পর সম্পর্কযুক্ত। স্বাধীনতা যুদ্ধের সময় এ পতাকা বাংলাদেশের মু্ক্তিকামী জনসাধারণকে একত্রিত করেছিল। এ পতাকাতলে দাড়িয়ে দেশ প্রেমিক মুক্তিযোদ্ধারা শপথ করেছিল দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য। বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। পতাকার লাল বৃত্ত তাই সকল দেশ প্রেমিক মুক্তিযোদ্ধার পবিত্র রক্তের প্রতিক হয়ে আছে। জানা যায়, জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২( সংশোধিত-২০১০)- এ জাতীয় পতাকা ব্যবহারের বিধি-বিধান বর্ণিত হয়েছে। জাতীয় পতাকা বাংলাদেশের সার্বভৌমত্বের নিদর্শন। তাই সব সরকারি ভবন, অফিস,শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক নির্ধারিত ভবনে সব কর্ম দিবসে পতাকা উত্তোলনের বিধান রয়েছে। অথচ গত ২৪-০৫-২০২২ ইং তারিখ সকাল ১১টার পর গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় পতাকা উত্তোলনের নির্ধারিত স্থান, পতাকা দন্ড থাকলেও পতাকা উত্তোলন করা হয়নি। দন্ডে যেভাবে মরিচা ধরেছে দেখলেই মনে হবে দীর্ঘদিন ধরে পতাকা উত্তোলন করা হয় না।এ ব্যাপারে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী (অঃদাঃ) মজিজবর রহমানের সাথে কথা হলে জানান,সরকারি দিবস ছাড়া আমরা কোন কর্ম দিবসে জাতীয় পতাকা উত্তোলন করি না। একই কথা বললেন, নির্বাহী প্রকৌশলী আবু রায়হান। জানান,আমার চাকুরী জীবনের ১৫ বছরেও দেখিনি কোন নির্বাহী প্রকৌশলীর দপ্তরে কর্ম দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। তবে জাতীয় দিবসগুলোতে শুধু উত্তোলন করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান জানান, কর্ম দিবসে প্রতিটি সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের বিধান রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]