রাকিব হাসান আকন্দ, শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক নাজিম মোল্লার (২০) ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকার ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাজিম মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুরী গ্রামের পান্নু মোল্লার ছেলে। সে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকার কাজীম উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ফখর উদ্দিন টেক্সটাইল পোশাক করাখানায় অপরেটর হিসেবে চাকরি করতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান,
জানান, শুক্রবার নাজিমের কর্মস্থল ফখর উদ্দিন টেক্সটাইল পোশাক করাখানা
সাপ্তাহিক ছুটি ছিল। ছুটির দিন থাকায় সে ঘর থেকে বের হয়নি। দুপুর
পেরিয়ে বিকেল হয়ে গেলেও তার ঘরের দরজা বন্ধ থাকায় আশেপাশের ঘরের লোকজন তার ঘরের দরজায় নক করে ডাকাডাকি করে। কোনো সাড়া শব্দ না পেয়ে এক ব্যাক্তি নাজিমের পাশের ঘরের সিলিংয়ের উপর দিয়ে তার ঘরে ঢুকে। এসময় নাজিমকে তার কক্ষের ধরনার সাথে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখেতে পায়।
খবর পেয়ে পুলিশ ওই পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি আরো জানান, প্রায় দুই মাস আগে নাজিম তার বাড়ি থেকে অভিমান করে শ্রীপুরে এসে পোশাক কারখানায় চাকরি নেয়। সে ওই এলাকার স্থানীয় একটি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র ছিল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]