গাজীপুরে মলম পার্টির দুই সদস্যকে আটক করেছে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় জয়দেবপুর থানার শিরির চালা (লিটু বাড়ি জামে মসজিদের সামনে) থেকে তাদের আটক করা হয়। র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘবদ্ধ মলম পার্টির সদস্যরা শিরির চালা এলাকায় অবস্থান করছে। এ খবরে র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো জয়দেবপুর থানার শিরির চালা গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) একই গ্রামের মৃত আকবর আলীর ছেলে মেহেদী হাসান (২৮)। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছুরি, অজ্ঞান কাজে ব্যবহৃত মলমসহ মুঠোফোন উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আরো জানায়, জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে তারা একটি সংঘবদ্ধ মলম পার্টির সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজসে গাজীপুরসহ আশপাশের এলাকার সাধারণ পথচারী, বাসযাত্রী, মটরসাইকেল আরোহীদের মারধোর করে চোখে মলম লাগিয়ে এবং অস্ত্রের ভয় দেখিয়ে প্রাইভেটকার, মটরসাইকেল, টাকা-পয়সাসহ স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়।