গাজীপুর প্রতিনিধি:রাকিব হাসান আকন্দ
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ৪ থেকে ১৮ অক্টোবর গাজীপুরে ৬মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের হল রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে এক এডভোকেসী সভায় এ তথ্য জানানো হয়। এদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৫০০ শত শিশুকে নীল রঙের একটি এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৮ হাজার ৫৯৩জন শিশুকে লাল রঙের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর হবে বলে উল্লেখ করা হয়েছে।
সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডের মধ্যে ২৭টি ওয়ার্ডে ২৬৩টি কেন্দ্রের মাধ্যমে এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এডভোকেসী বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: রহমত উল্লাহ, প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে, স্যানিটেশন কর্মকর্তা মলয় দাস প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]