আনোয়ার উল্লাহ: বীর মুক্তিযোদ্ধা (কমান্ডার) হাজী মোঃ আমজাদ হোসেনের একমাত্র ছেলে স্থানীয় ৩৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি পদপ্রার্থী দেলােয়ার হােসেন তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে ৩৫ নং ওয়ার্ড বোর্ড বাজার ময়মনসিংহ রোড সংলগ্ন তার নিজ আওয়ামী যুবলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
“গাজীপুরে চাঁদাবাজদের কাছে জিম্মি অসহায় রিকশা চালকরা” শিরোনামে শনিবার দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনে সুলতান মেডিক্যাল রােডে চাঁদা আদায় করেন স্থানীয় ৩৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি পদপ্রার্থী দেলােয়ার হােসেন ও অন্যান্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মর্মে প্রকাশিত হয়।
৩৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি পদপ্রার্থী দেলােয়ার হােসেন বলেন উক্ত প্রতিবেদনে আমার নামটা আসা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি বীর মুক্তি যোদ্ধার সন্তান আমি রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শে, আমি রাজনীতি করি মানুষের কল্যানে। করোনা কালীন সময়ে অসহায় মানুষকে সহায়তাসহ সমাজিক বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সবসময় নিজেকে নিয়োজিত রেখেছি। বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা গরিব দুঃখীদের দান সদগা করি। হারাম পয়সা দিয়ে এসব দান আমি করিনা। আল্লাহ আমাকে অনেক দিয়েছে। আমার নিজস্ব ব্যবসা আছে, এছাড়াও আমি আমার বাবার একমাত্র পুত্র সন্তান হিসেবে বিপুল সম্পত্তির ওয়ারিশ সূত্রে মালিক। আমি সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে। আমার ভাল কাজে হিংসান্বিত হয়ে যে বা যাহারা আমার সম্বন্ধে মিথ্যা তথ্য দিয়ে আমার সম্মান হানি করার চেষ্টা করছে, আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছে, আমি তাদের বিচার চাই। আমি সাংবাদিক ভাইদের বলব সত্য প্রকাশ করুন, যে বা যাহারা এসব চাঁদাবাজির সাথে জড়িত তাদের নাম প্রকাশ করুন। কারও কথা শুনে কারও বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত ভাবে কোন সংবাদ প্রকাশ করবেন না। সত্য অনুসন্ধান করুন সত্য প্রকাশ করুন। আমার বিরুদ্ধে প্রকাশিত উক্ত সংবাদ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।