গাজীপুরের শ্রীপুরে ওষুধের দোকানে অভিযান চালিয়ে দুটি ফার্মেসী মালিককে অর্থদন্ড ও অবৈধ ওষুধ রাখার অভিযোগে প্রায় আড়াই লাখ টাকার ওষুধ পুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) মাওনা চৌরাস্তায় বাজার রোডের ওষুধের দোকানগুলোতে অভিযান পরিচালিত হয়।
মেসার্স শ্যামলী ড্রাগ হাউজের মালিক শরীফুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং মেসার্স শিল্পী মেডিকেল হলের মালিক সেলিম মোস্তফাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড ও তা আদায় করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম ওষুধ প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় গাজীপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক আহসান হাবীব, জেলা-উপজেলা ও ওষুধ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২ views