দৈনিক শিরোমণি ফুলতলা (খুলনা) প্রতিনিধি: খুলনার খানজাহান আলী থানার গিলাতলা জাহানাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন বালুর মাঠে মাসব্যাপী মিনি বাণিজ্য ও আনন্দমেলায় হাজার হাজার মানুষের উপচেপড়া ভিড়, কেনাকাটাসহ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মেলার প্রান্তরে মাসব্যাপী শুরু হয়েছে এ মেলা।
অপূর্ব সৌন্দর্যে সবুজের সমারোহ গিলাতলা জাহানাবাদ বনবিলাস চিড়িয়াখানা ও শিশু পার্ক সংলগ্ন বালুর মাঠে মাসব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় হরেক রকম স্টল বসেছে। প্রতিদিন খুলনা ও বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মেলাপ্রেমি মানুষ ছুটছে গিলাতলায় আনন্দ মুখর মিনি বাণিজ্য ও আনন্দমেলার আকর্ষণে। ২৩ডিসেম্বর উদ্বোধন হয়েছে এ মেলা, চলবে মাসব্যাপী।
প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত রয়েছে। শিশু থেকে শুরু করে হাজার হাজার তরুণ-তরুণী এমনকি বয়স্ক ব্যক্তিদের পদচারণায় মুখরিত হচ্ছে এ মেলা। মেলায় প্রবেশের জন্য একেবারে ফ্রী করে দিয়েছে মেলা কর্তৃপক্ষ। মেলায় শতাধিক বিভিন্ন ধরনের স্টল বসেছে। বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প, তাঁত শিল্প, হস্ত শিল্প, জামদানি শাড়ি, ওয়ান পিচ, টু পিচ, থ্রি পিচ, কসমেটিক্স, জুয়েলারি, টি শার্ট, ব্লেজার, তৈরি পোশাক, জুতা সেন্ডেলের দোকান, চটপটি, ফাস্টফুড, সার্কাস প্রদর্শনী, শিশু ট্রেন, নাগর দোলা, ডিজিটাল নৌকা, ডরিমন, স্পিলার, জাম্পিং, ড্রাগন, হানি সিং, ওয়াটার বলসহ শিশুদের বিনোদনের হরেক রকম ব্যবস্থা। মেলার পরিচালক মোঃ সেলিম খান বলেন, মেলায় যথেষ্ট সিসি ক্যামেরা সহ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সকল প্রকার গাড়ী পার্কিং এর বিশেষ সুব্যবস্থা রয়েছে।
যার জন্য বহু মানুষের সহজে অবাধ চলাচল ঘটেছে। মেলার সার্বিক পরিচালনায় রয়েছেন মুন্সি আব্দুর রব তিনি বলেন, দীর্ঘ দিন ধরে এলাকায় বিনোদনের ব্যবস্থা নাথাকায় এলাকার মানুষ পরিবার পরিজন নিয়ে কিছুটা সময় আনন্দ উপভোগ করতে পারবে। সব মিলিয়ে এ মেলা মানুষের মনে সাংস্কৃতিমনা বাড়তি আনন্দ যোগাতে আমাদের এ আয়োজন।