শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নাম নার্গিস (৩৫)। বাবা মোঃ শাহাজান , মা সেলিনা বেগম । খুলনার খানজাহান আলী থানার আটরা গিলাতলার ৬ নং ওয়ার্ডের স্থায়ি বাসিন্দা । নার্গিস বেগম ২০১২ সাল থেকে নিখোজ রয়েছে, একে একে ৯ টি বছর পার হয়ে গেলেও তার পরিবার আজও সন্ধান পায়নি নার্গিসের । মেয়ের শোকে তার মা সেলিনা বর্তমানে মানসিক রোগি হয়ে গেছে , দিন রাত মেয়ের ছবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরান তার মা । নার্গিসের ভাই সাজ্জাদ বলেন আমার বোন হারিয়ে যাওয়ার পর থেকে অনেক খোজাখুজি করেছি কিন্তু আজও তার সন্ধান পায়নি, বোন এর শোকে আজ মা পাগল হয়ে গেছে । সাজ্জাদ শেখ জানান তার বোন নার্গিস এর সন্ধান যদি কেউ জেনে থাকেন তাহলে ০১৯৬৯১৯৮৩৬৭ এ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করেছেন ।