রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
গৃহ ও নারী, শিশু এবং প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কপিল দেব ম্যৗলভীবাজার জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজারের কুলাউড়া থানায় স্থাপিত পুলিশ, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ১০ই (এপ্রিল) রবিবার সকাল ১১টায় ভার্চুয়ালি কানেক্টেড হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।এ বিষয়ে জানা যায়,এ ঘরটি ২ শতক ভূমির উপর নির্মাণ করা হয়েছে, যার মধ্যে ২টি বেড ১টি ডাইনিং ও ১টি বারান্দা রয়েছে। টিন সেট দালান গুলো দেখতে দৃষ্টিনন্দন। ৪১৫ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে।এছাড়া ডেস্ক পরিচালনার জন্য একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছে। ডেস্ক কর্মকর্তা থানায় আগত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা মনোযোগ সহকারে শুনে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করবেন।এবিষয়ে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় উপজেলার ব্রাহ্মণবাজারে নির্মিত ১টি গৃহ হস্তান্তর এবং থানায় স্থাপিত পুলিশ, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে এই ঘরটি ব্রাহ্মণবাজারের মির্জাপুরের নিরঞ্জন মালাকারের নিকট চাবি হস্তান্তর করা হয়। গৃহহীন নিরঞ্জন ঘরটি পেয়ে অত্যন্ত খুশি হয়ে বাংলাদেশে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.