গোপালগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়নে উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ১১ নভেম্বর ২০২১ইং (বৃহস্পতিবার) সকাল ৮টা হতে ভোট গ্রহন শুরু হয়েছে।বিভিন্ন কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।শান্তিপূর্ণ ভোট গ্রহনের মধ্য দিয়ে কিছু কেন্দ্রের বাহিরে বিচ্ছিন্নভাবে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনাও ঘটেছে। কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৭৬ হাজার ৮০১ জন। আর ভোট কেন্দ্র রয়েছে ১২৭টি। এর মধ্য ৭ ইউনিয়নকে উন্মুক্ত ও ৭ ইউনিয়কে দলিয়ো প্রতিক নৌকা দেওয়া হয়েছে। এ নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৬২ জন। এর মধ্যে আওয়ামীলীগের ৭ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ জন, জাতীয় পার্টির ১ জন ও স্বতন্ত্র প্রার্থীর রয়েছে ৪৯ জন।এছাড়াও সাধারণ সদস্য পদে ৪০৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২৮ জন প্রার্থী রয়েছে।জানা গেছে, এদেরমধ্যে সাধারণ সদস্য পদে ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।দলিয়ো প্রতিকের ৭ ইউনিয়নের মধ্যে ২টিতে বিজয়ী হয়েছে নৌকা প্রতিক এবং নাকী ৫টিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। শান্তিপূর্ণ নির্বাচনে সামান্য বিঘ্ন ঘটলেও সম্পুর্ন হয়েছে নির্বাচনিয় কার্যক্রম। নির্বাচন সুষ্ঠু ও শন্তিপূর্ণ ভাবে সম্পুর্ন করতে স্থানীয় প্রশাসক, বর্ডার গার্ড বাংলাদেশ (বি.জি.বি) এবং স্থানীয় গণমাধ্যম কর্মীকা গুরুত্বপূর্ণ ভুমিকা পালোন করেন।