রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
গোপালগঞ্জে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা আহত ৩
মো. হোসেন আলী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ার ডুমাইরা গ্রামে মাড়াই ধান নিয়ে ফরিদা বেগম( (৫৫)সহ তিন জন আহত ভাঙচুর লুটপাট হয়েছে।
শনিবার সকাল প্রায় ৯ টার দিকে ডুমুরিয়া গ্রামে মাড়াইকলের ধান নিয়ে এ ঘটনা ঘটেছে।
আহত ফরিদা বেগম(৫৫) বলেন ধান মাড়াই মেশিন এর মালিক সাদ্দাম সিকদার বলেন তোদের ধান মাড়াই করলেই চিটা মিশিয়ে আমাদের ধান দিস। এই বলে ঝগড়া শুরু করে দেয়। একপর্যায়ে আমার ছেলেদের এবং স্বামী কে মারধর শুরু করে। আমি ঠেকাতে গেলে একটি বাঁশ দিয়ে আমার মাথায় বাড়ি মারে এবং আমি জায়গায় অজ্ঞান হয়ে যাই।।ফরিদা বেগমের ছেলে আরিফ শেখ( ২৫) বলেন ধানে চিটা মিশিয়েছিস বলেই মারধর শুরু করে, উজির সিকদার(৬৫) সাদ্দাম সিকদার (৩২) রিপন সিকদার(৩৫) নাসরীন বেগম (২৯)।আমাকে মেরে মুখের মাড়ির দাঁত ভেঙ্গেছে এবং আমার বাবা কে এলোপাথাড়ি মারধর শুরু করলে, আমার মা ফরিদা বেগম ঠেকাতে গেলে বাঁশ নিয়ে মাথায় বারি মারলে মা জায়গায় জ্ঞান হারান। আমাদের আহত করে বসত বাড়িতে লুটপাট শুরু করে। ব্রাক ব্যাংক থেকে এক লক্ষ 20000 টাকা লোন উঠাই এবং ঘরে এক লক্ষ 80 হাজার টাকা সহ তিন লক্ষ টাকা এবং গলা থেকে ৮ আনা ওজনের চেইন ছিনিয়ে নেয়। আত্মীয়রা এসে আমাদের হাসপাতালে নেওয়ার সময় আসামীরা পথ আটকাতপ চেষ্টা করেন। তরিকুল শেখ বলেন আমাদের পরিবারের সবাই কে মেরেছে। আমার মা ফরিদা বেগমের মাথায় নয়টি সেলাই লেগেছে ভাই আারিফ মুখের দাঁত ভেঙেছে,, বাবাকে চাপা মাইর দিয়েছে। আমি তরিকুল শেখ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করি।
তথ্য সংগ্রহের জন্য সরোজমিনে গিয়ে আসামীদেরকে না পেয়ে মুঠোফোনে কথা বলার জন্য অনেকবার চেষ্টা করেও পাইনি। কোটালীপাড়া থানার তদন্ত অফিসার মোশারফ হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ততদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.