বুধবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোবা বাসস্ট্যান্ডের সড়কের পাশে শীতবস্ত্রহীন অসহায় এক বৃদ্ধাকে শীতবস্ত্র (জ্যাকেট, চাদর ও কম্বল) পরিয়ে দেন তিনি। এর আগে সাজাইল বাজার এবং মাজড়া বাজারেও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন।
মানবিক এ কাজে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন ০৪নং সাজাইল ইউনিয়নের ০২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিলন শেখ, জাতীয় দৈনিক শিরোমণি পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক ইমরান শেখসহ অন্যান্য। প্রচণ্ড শীতের মধ্যে শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেন অসহায় শীতার্ত ঐই বৃদ্ধাটি।
বিপ্লব হোসেন জানায়, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে আমি আমার সামর্থ্য অনুযায় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। রাতের অধারে সাজাইল ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে-ঘুরে রাস্তার পাশে পড়ে থাকা ছিন্নমূল অসহায় মানুষের শীত কষ্ট নিবারণের চেষ্টা করছি। হোক তা প্রকাশ্যে অথবা গোপনে বা নীরবে। তারই ধারাবাহিকতায় রাতে শীতবস্ত্র নিয়ে বের হয়ে দেখলাম এই শীতে মানুষ কত কষ্ট করে রাত্রিযাপন করছে। আমার এই চেষ্টা সামান্য মাত্র। আমার এই ক্ষুদ্র চেষ্টা মাসব্যাপীই চলমান থাকবে। মানবিক এই কর্মকাণ্ডে সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী বেক্তিদের সাহায্য ও সহানুভূতি হাত বাড়ানোর অনুরোধও জানান তিনি।