ইমরান শেখ গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধিঃ
৩০ জুন এর ভিতরে উপোজেলার সকল ভূমি মালিকদের ডিজিটালাইজড করার লক্ষ্যে কাশিয়ানীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। “বদলে যাচ্ছে দিনকাল, ভূমি সেবা ডিজিটাল ” এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভা ও অনলাইনে ভূমি অন্তর্ভুক্তি করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার সাজিয়া সাহানাজ তমা, স্বাগত বক্তবে তিনি ৩০ শে জুন এর মধ্য সকল ভূমি মালিকদের ডিজিটালাইজড করার অনুরোধ জানান এবং ডিজিটালাইজড করার সহজ পদ্ধতি দেখিয়ে দেন।এ সময় প্রথান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান এনডিসি পরিচালক স্থানীয় সরকার ঢাকা বিভাগ, বিষেশ অতিথী আরিফুল ইসলাম উপপরিচালক স্থানিও সরকার গোপালগন্জ্ঞ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়, কাশিয়ানী থানার সেকেন্ড অফিসার সাদেকুল ইসলাম,এসময় প্রধান অতিথি সহ সকল বক্তারা তাদের বক্তব্যে শেখ হাসিনার এই উদ্যোগকে এগিয়ে নেয়ার জন্য সকল ভূমি মালিকদের আহবান জানান এবং সাধারণ জনগণের জন্য সহজ পদ্ধতিতে ভূমির ডিজিটালাইজড অন্তর্ভুক্ত হওয়ার জন্য দিক নির্দেশনা দেন।উপজেলা নির্বাহি কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন এসময় আরো উপস্থিত ছিলেন হাতিয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা সহ অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগন সহ কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি মিল্টন খান ও ফোরামের অন্যান্য সাংবাদিকবৃন্দ
১৬ views