-ইমরান শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ যথাযোগ্য মর্যাদায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়।শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোল এবং শহরের সম্মুখযুদ্ধে স্থান ভাটিয়াপাড়াতে ও উপজেলায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সৃতিচারণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রথমে কাশিয়ানী উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা(Uno) রথীন্দ্রনাথ রায়। পরে উপজেলা আওয়ামী লীগ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একে একে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও থানা মাঠে রয়েছে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]