করোনা ও ওমিক্রন ভাইরাস রোধে সাংবাদিকদের সাথে সচেতনতামূলক মতবিনিময় করেছে গোপালপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার সন্ধ্যায় গোপালপুর প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপজেলার করোনা ও ওমিক্রন ভাইরাসের বর্তমান পরিস্থিতির তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী।
তিনি জানান, উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২৫৫২৩ জন শিক্ষার্থীকে টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত এ উপজেলায় কোন করোনা পজিটিভ ও ওমিক্রন আক্রান্ত রোগী পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা পরীক্ষাসহ টিকাদান কর্মসূচি অব্যাহত আছে। তিনি উপজেলাবাসীকে ভাইরাস মোকাবেলায় সরকারের দেওয়া বিধিনিষেধগুলো মেনে চলাসহ সরকার নির্দেশিত No Mask, No service- No vaccine, No service বিষয়টি নিশ্চিত করতে সকলকে বিনিত অনুরোধ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সহসভাপতি কে এম মিঠু, আব্দুস সালাম খান, সাংবাদিক নুর আলম, মো. রুবেল আহমেদ প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]