গোপালপুরের সেই মাদক রাণী বিউটিকে আবারো গ্রেফতার করা হয়েছে। এবার দিয়ে এই মাদক রাণী তিন বছরে ৯ বার গ্রেফতার হলেন।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপালপুর পৌরশহরের নন্দনপুর বাজার এলাকায় মাদক উদ্ধারে অভিযান নামে ডিবি পুলিশ। অভিযানে দুই গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী বিউটি বেগমকে আটক করা হয়। বিউটি বেগম নন্দনপুর এলাকার বাসিন্দা।
থানার সূত্র জানায়, বিউটি বেগম (৪৯) নামের এই নারী একজন পুরনো মাদক ব্যবসায়ী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। বেশকিছু মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
এদিকে মাদক রাণী বিউটির গ্রেফতারে নিন্দুকরা বলছেন, মাসোহারা কমে গেলেই নেপথ্যের একটি মহল এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কলকাঠি নাড়ান। ফলে লোহার হাতকড়া পড়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী বিউটির দুহাতে। কখনো বিউটিকে গ্রেফতার করে নিয়ে আসে থানা পুলিশ। কখনো আটক হয় র্যাবের কাছে। আবার কখনো গ্রেফতার হয় ডিবি পুলিশের হাতে। আর দুদিন না যেতেই নেপথ্যের মহলটি অনেক টাকা খরচ করে বিউটিকে জামিনে বের করে আনে। প্রায় এক দশক ধরেই বিউটিকে ধরমার করে গ্রেফতার করা, দ্রুত জেলহাজতে পাঠানো এবং তাকে জামিনে বের করে আনার খেলা চলে। আর মাদক রাণী বিউটি জামিনে জেল থেকে মুক্তবাতাসে বের হয়েই সেই আগের মতোই তার মাদক ব্যবসা পুনরায় চালু করেন।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের নন্দনপুর এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ বিউটি নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে নিয়মিত মাদক মামলা রজ্জু শেষে আসামীকে আদালত পাঠানো হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]