৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অনুষ্ঠিত ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবগুলোতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছে।
সোমবার (৩১শে জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন-
হাদিরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিলকিছ জাহান (নৌকা) ৬৭৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী স্বতন্ত্র সেলিম আজাদ (আনারস) ৪৭৮২ ভোট পেয়েছেন।
নগদা শিমলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো: হোসেন আলী (নৌকা) ৮১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী স্বতন্ত্র গোলাম মোস্তফা (আনারস) ৭১৭৫ ভোট পেয়েছেন।
আলমনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমেন (নৌকা) ৬৬৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী স্বতন্ত্র এহসানুল হক চৌধুরী (চশমা) ২৭১৩ ভোট পেয়েছেন।
মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা) ১৩৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী স্বতন্ত্র আবু ফারুক মিঞা (আনারস) ২২৬২ ভোট পেয়েছেন।
ধোপাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম (নৌকা) ৬২৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী স্বতন্ত্র মো. আ: হাই (আনারস) ৫০৫৩ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা(মির্জাপুর, আলমনগর) মোঃ মতিউর রহমান ও ধনবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা (হাজিরা, নগদা শিমলা, ধোপাকান্দি) করুনা সিন্ধু চাকলাদার সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য পাওয়া গেছে।
সোমবার ৫টি ইউনিয়নেই, ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও, উপজেলার ৫টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬জন, সংরক্ষিত আসনে ৫১জন এবং সাধারণ সদস্য পদে ১৬৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৮ হাজার ৮৯২ জন পুরুষ এবং ৫৮ হাজার ১৮১ জন মহিলা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।