টাঙ্গাইলের গোপালপুরে বৈরাণ নদীর অপরিকল্পিত নদী খননের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বাসষ্ট্যান্ড মোড় চত্বরে মানববন্ধন করেন পৌর এলাকাবাসী।
মানববন্ধনে হারানো ঐতিহ্য ফিরে চাই শ্লোগানে চলমান বৈরাণ নদীর খনন কাজে অনিয়ম তুলে পৌর শহরের উত্তর ও দক্ষিণের মতো শহরাঞ্চলে অংশে সমানভাবে খনন কাজ হচ্ছে না বলে দাবি করে প্রকৃত মাপ অনুযায়ী বৈরাণ নদী খননের দাবি করেন স্থানীয়রা।
অনিয়মের অভিযোগ করে মানববন্ধনে বক্তারা বলেন- গোপালপুর পৌর শহরাঞ্চলের অংশে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরু খালের মতো নদী খনন কাজ চলছে,
নদী অবৈধ দখলদারদের উচ্ছেদের মাধ্যমে বৈরাণ নদীর প্রকৃত অংশ খনন কাজ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, গোপালপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নূর নবী (সোহাগ), পৌরবাসীর উপস্থিত ছিলেন পক্ষে মো. হাবিব, সুজন, আতিকুর রহমান সুজন, মুকুল, প্রমূখ।