মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
আগুন পোহাতে গিয়ে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বনমালী গ্রামের মধ্যপাড়ার মৃত রুস্তম সর্দারের স্ত্রী বৃদ্ধা আছিয়া বেগম (৭০) আগুনে পুড়ে মারা গেছেন ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন পোহানোর সময়, চুলার আগুনে তার শাড়ির আঁচল পরে সারা গায়ে আগুন লেগে যায়। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। শনিবার সকাল দশটায় বনমালী মধ্যপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আয়নাল খাঁন তার মৃত্যুর বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলিম আল রাজী বলেন, শরীরের ৮০ শতাংশের বেশি পুড়ে যাওয়ার, উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, কোন অভিযোগ না থাকায়, মানবিক দিক বিবেচনা করে। মরদেহ বিনা ময়না তদন্তে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]