আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ শ্লোগানে, দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার(৯ই ডিসেম্বর) বেলা ১২টায়, সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান গেইট সংলগ্ন মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ লতিফ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক, আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, নন্দনপুর রাধারানী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ জব্বার প্রমুখ ।
মানববন্ধন শেষে উপস্থিত সকলে ‘আমরা দুর্নীতি করবো না’ বলে শপথবাক্য পাঠ করেন।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২১। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব : দুর্নীতিকে না বলুন’।
জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৭ সালে ‘আসুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালনের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন সর্বসম্মত সিদ্ধান্ত নেয়।