গোপালপুরের সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশন এর দীর্ঘ ৩ বছরের ১০০০ ব্যাগ রক্ত প্রদান করেছে স্বেচ্ছাসেবীরা, সেই রক্তযোদ্ধা সেচ্ছাসেবীরা অক্লান্ত পরিশ্রম করে, ঝড়বৃষ্টি রোদ উপেক্ষা করে সময়ের বিপরীতে এগিয়ে এসেছেন মানবিক ডাকে।
একজন মুমূর্ষু রোগী যখন রক্তের অভাবে বিছানায় কাতরায়, ঠিক সেই মুহুর্তে একজন রক্তযোদ্ধা ভাইবোন তাকে কখন রক্ত দিয়ে বাঁচাতে এগিয়ে আসবে সে চিন্তায় ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে কুকড়ে কাতরায়। তারা কখনো নিজেদের জীবনের মায়া করে না, তারা নির্ভীক তারা পরোপকারি ।
সংগঠনটি এডমিন মো. তামজিদ হোসেন, মুফতি মুহাম্মদ শরীফ, মোহাম্মদ শিশির, মোহাম্মদ আসিফ, মো. তৌহিদুর রহমান তানজিলের দাবি, তাদের সংগঠন অরাজনৈতিক সংগঠন, বিভিন্ন সময়ে রক্তের প্রয়োজনে ফোন দিলে তৎক্ষণাৎ বিভিন্ন স্থানে ডোনার পাঠিয়ে দেন এবং রোগীর খোঁজ খবর নিয়ে থাকে। এপর্যন্ত একহাজার মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করেছে তারা ।
১০০০ ব্যাগ রক্তদাতা তালিকায় গোপালপুর সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশন এর পক্ষ থেকে বিভিন্ন স্কুলে ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম চলছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]