মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি,টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুরে ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সাথে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল এগারোটায়, হাদিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিলকিস জাহান। বিকাল তিন টায় নগদা শিমলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল।
বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আইসিই ফিল্ড কো অর্ডিনেটর শামীমা সুলতানা উক্ত কর্মশালা পরিচালনা করেন।
আলাদা আলাদা কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা এসএসকে'র ফিল্ড কো অর্ডিনেটর মো. সোহেল রানা, হাদিরা ইউনিয়ন পরিষদ সচিব মো. আ. কদ্দুছ, নগদা শিমলা ইউনিয়ন পরিষদ সচিব মো. জয়নাল আবেদীন ও ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্য বৃন্দ।
এসময়, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার বাৎসরিক পঞ্চাশ হাজার টাকার চিকিৎসা সুবিধা পাওয়ার বিষয়ে আলোচনা করা হয়, দলমত নির্বিশেষে অতি দরিদ্র পরিবারের মাঝে এসএসকে কার্ড বিতরণ করার জন্য অনুরোধ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]