মো. রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
টাঙ্গাইলে গোপালপুর উপজেলার সাজানপুরে মৎস্য সংরক্ষণে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ১৫টি চায়না জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে, জালগুলোর আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসফিয়া সিরাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ।
ইউএনও আসফিয়া সিরাত জানান, অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]