টাঙ্গাইলের গোপালপুরে চুরি, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে বৃহস্পতিবার বিকাল ৫টায় নগদা শিমলা ইউনিয়নের চরচতিলা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চরচতিলা বাজার বনিক সমিতির সভাপতি ডাঃ আবুল কালাম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন।
আরো বক্তব্য রাখেন চরচতিলা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম, চরচতিলা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শুকুর মাহমুদ, ইউপি সদস্য মোঃ আয়নাল , স্বাস্থ্যকর্মী মোঃ লূৎফর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ ফরিদ প্রমুখ ।
এসময় বক্তারা চিহ্নিত চোর ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জানান ।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন, দ্রুত চিহ্নিত দোষীদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]