টাঙ্গাইলের গোপালপুর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে রাজস্ব খাতের বরাদ্দ থেকে উন্মুক্ত জলাশয়, প্লাবন ভূমি এবং দীঘি ও পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
আজ শুক্রবার বেলা ১১টায় পোনামাছ অবমুক্তিকরণ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ছোটমনির। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক, ওসি মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মীর রেজাউল হক, আলামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
পরে প্রধান অতিথি জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের দ্বিতল ভবন উদ্ধােধন করেন ও সঙ্গীতানুরাঙ্গীদের মধ্যে তিনি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বিতরণ করেন।