মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুরে আজ ১৭ই মার্চ বুধবার 'বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন' প্রতিপাদ্যে জাঁকজমকপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ ।
সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয় । বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সকাল নয়টায় সুতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি বিশাল র ্যালি গোপালপুর উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি টাঙ্গাইল-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ মল্লিক , প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, গোপালপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
উপজেলা প্রসাশনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া অনুষ্ঠান সহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]