বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুরে সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে, ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২০ ডিসেম্বর) সকাল ১০টায়, বৃত্তি পরীক্ষায় উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম ও ৮ম শ্রেণীর ৭শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন, ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পরিক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, প্রকৌশলী মো. আ. লতিফ, বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার সভাপতি শেখ মো. জোবায়েরুল হক, প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন,অত্র ফাউন্ডেশনের পরিচালক আয়েজ উদ্দিন আজাদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গোল্ড মেডেল, ক্রেষ্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]