মো. রুবেল আহমেদ, (বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুরে পৌরসভার নির্বাচনের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দোকান ভাংচুর ও লুটতরাজের প্রতিবাদে গোপালপুর শিল্প ও বণিক সমিতি উদ্যোগে অর্ধদিবস দোকান বন্ধ রেখে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকালে শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে সামনে রাস্তায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় শিল্প ও বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, চিত্তরঞ্জন সাহা, আলহাজ্ব বেলায়েত হোসেন, খন্দকার খাইরুল ইসলাম, আব্দুর রশিদ, আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন, আরো বক্তব্য রাখেন কার্যকরী নির্বাহী কমিটির সদস্য ও অন্যান্য ব্যবসায়ী বৃন্দ।
বক্তারা ব্যবসায়ীদের নিরাপত্তা ও ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা দাবি করেন।
শিল্প ও বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন সকল ব্যবসায়ীকে বাঁশের লাঠি রাখার নির্দেশ দেন, কোন ব্যবসায়ীক প্রতিষ্ঠান হামলা হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করার নির্দেশ দেন ।
প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, বিক্ষোভ মিছিলটি গোপালপুর বাজার হয়ে থানা চত্বর প্রদক্ষিণ করে পুরাতন পৌরচত্বরে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
এদিকে মঙ্গলবার সন্ধ্যা আটটায় শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসন ও পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সকল ব্যবসায়ীরা নিজেদের নিরাপত্তা ও দোকান ভাংচুরের বিচারের জন্য পুলিশ ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]