মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রদান শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার(৮ই এপ্রিল)সকাল দশটায় থেকে দুইটি বুথের মাধ্যমে টিকা প্রদান চলছে,জানা যায় প্রথম দিন ভ্যাকসিন প্রদানের জন্য ১০০জনকে ম্যাসেজ পাঠানো হয়েছিলো এরমধ্যে ৩৭ জন টিকা গ্রহণ করেছে। তুলনামূলক টিকা গ্রহণকারীর উপস্থিতি অনেক কম, গত ৭ ফেব্রুয়ারি থেকে গোপালপুরে ৪৯১২ জনকে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে।
আজ দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন গোপালপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডা. আলিম আল রাজি জানান আমরা স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় ডোজের প্রথম দিনের টিকা প্রদান করছি, আমরা আশা করছি প্রথম ডোজ টিকা যেভাবে গ্রহণ করেছে গ্রহণ করেছেন দ্বিতীয় ডোজ টিকা সেই ভাবে গ্রহণ করবে। এখনো কোনো ব্যক্তি প্রথম ডোজ টিকা নিতে চাইলে নিতে পারবেন।