টাঙ্গাইলের গোপালপুরে নুরানী বৃত্তিপ্রাপ্ত ৮০ জন শিক্ষার্থীদের মাঝে ক্যাটাগরি অনুযায়ী বাইসাইকেল, ক্রেস্ট, ও শিক্ষা উপকরণ পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার নলিন নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উত্তর টাঙ্গাইল নুরানী শিক্ষক ফাউন্ডেশন কতৃক আয়োজনে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বর্ধিত অনুষ্ঠানে মুফতি নুরুজ্জামান কাসেমী সভাপতিত্বে শেখ মাহাদী হাসান শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু , বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হীরা, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার (মিজান), নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সন্তোষ কুমার দত্ত।
বক্তব্য রাখেন মুফতি আব্দুস সাত্তার কাসেমী, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম ভূূঁইয়াপুরী, মুফতি রেদওয়ানুল হক রাহমানী, মাওলানা ইসমাইল হোসাইন, সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]