মো. রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে নূরানী মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা কেন্দ্রে ৭১৫জন শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজকরা জানান, কয়েক ধাপে টাঙ্গাইলের ৮টি উপজেলার ৭হাজারের অধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিবেন।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উপদেষ্টা ও ইকরা বোর্ডের মহাসচিব আলহাজ্ব মাওলানা মাহফুজুর রহমান, গোহাটা মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা নাজির সিদ্দিকী, মধুপুর সৈয়দা জাহানারা বাইতুস সালাম মাদানী নেসাব মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, মজিদপুর এতিমখানা ও কওমি মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা জয়নাল আবেদীন, টাঙ্গাইল আলহেরা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আরিফুর রহমান, টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মুফতি মাহদী হাসান শিবলী, মহাসচিব মাওলানা নূরুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনসহ শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন মাদরাসার শিক্ষকবৃন্দ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]