মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় বাড়তি পৌরকর নির্ধারণ করায়, পৌরবাসী নির্ধারিত ফি জমা দিয়ে, পৌরকর কমানোর আবেদন করে পৌর কর্তৃপক্ষের কাছে। এরই ধারাবাহিকতায় প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে মেয়রের উপস্থিতিতে পৌরকর নির্ধারণ শুনানি চলছে।
মঙ্গলবার (৫ই অক্টোবর) সকাল ১০টায় পৌরবাসীর অংশগ্রহণে ৮নং ওয়ার্ডের সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে শুনানি অনুষ্ঠিত হয়।
উক্ত শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুরের পৌর পিতা মেয়র মো. রকিবুল হক ছানা, পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সাবেক কাউন্সিলর ও সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, সকল ওয়ার্ড কাউন্সিলর ও নারী কাউন্সিলর সহ, উক্ত ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় নাগরিকবৃন্দ বাড়তি পৌরকর নিয়ে অসন্তোষ প্রকাশ করে ও বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন।
এ বিষয়ে মেয়র রকিবুল হক ছানা জানান, ইতিপূর্বে পৌরকর নির্ধারণে সরকারি কোন নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি, তাই আমাদের অনেক সমস্যার মোকাবেলা করতে হয়েছে। তবে এখন পৌর কর্তৃপক্ষ সরকারি আইন ও নীতিমালা মেনে পৌরকর নির্ধারণ করেছে । আমি পৌরবাসীর আবেদন আমলে নিয়ে ৭০% পৌরকর মওকুফের ঘোষণা দিচ্ছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]