মুজিববর্ষ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায়) শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলয়াতনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন। সারা দেশে এক যোগে (২য় পর্যায়ে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৩,৩৪০টি গৃহহীন পরিবারের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের শুভ উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালপুর উপজেলায় ৭টি ইউনিয়নের ৯০টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান করা হয়।
আশ্রয়ন প্রকল্প উদ্ধোধনকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা প্রমুখ। এসময় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, গৃহহীন পরিবারের লোকজন, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য ছোট মনির বলেন, মুজিববর্ষের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ২য় পর্যায়ে গোপালপুরে ৯০টি পরিবারকে জমিসহ একটি করে ঘর করে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশে গৃহহীনদের তালিকা করে পর্যায়ক্রমে সবাইকে এই প্রকল্পের আওতায় আনবেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]