মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
'স্মার্ট লাইভষ্টক, স্মার্ট বাংলাদেশ' শ্লোগানে টাঙ্গাইলের গোপালপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, প্রাণিসম্পদ অধিদপ্তর কতৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ উপলক্ষে, প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছোট মনির,এমপি ।
শনিবার(২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গোপালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করা হয় ।
প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, আলমনগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোমেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এডভোকেট সামসুল আলম প্রমূখ ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী প্রদর্শনীতে খামারিরা উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, কবুতর, পাখিসহ বিভিন্ন প্রাণীর প্রদর্শন করেন, এ ছাড়াও বিভিন্ন স্টলে ঘাস চাষ প্রযুক্তি হস্তান্তর, আলট্রাসনোগ্রাম মেশিন, ঘাস কাটার মেশিন, ফিডের দোকান, ডিম ঘর, দুগ্ধজাত পণ্যের প্রদর্শন করা হয় । সমাপনী অনুষ্ঠানে সেরা চার খামারীকে পুরস্কৃত করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]