মো. রুবেল আহমেদ(বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
আবহমান বাঙালি জাতির ঐতিহ্য ও শতবর্ষের প্রাচীন সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ। নদীমাতৃক এ দেশের গ্রামীণ লোক সাংস্কৃতির সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে টাঙ্গাইলের বিভিন্ন নদ-নদী ও বিল-বাওড়ে আয়োজন করা হচ্ছে নৌকা বাইচের। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম ধুলটিয়ার ৩০০টি পরিবারের স্বপ্ন মিলে তৈরি করা হচ্ছে ৬৯হাত বাইচের নৌকা। গ্রামের শিশু, যুবক, বৃদ্ধের স্বপ্ন এখন থৈথৈ জলে, ঢাক-ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি-মাল্লার বৈঠার ছন্দ মাতিয়ে তুলবে নদী বা বিলের শান্ত জলের ঢেউ ।
সোমবার সরেজমিন ঘুরে দেখা যায়, কালিহাতির উপজেলার দক্ষ নৌকা নির্মাণের কারিগর আঃ রহিম তার শিষ্যদের নিয়ে ব্যস্ত, সুনিপুন হাতের ছোঁয়ায় নৌকাটি বাইচের উপযোগী করে তুলতে, ৩৩বছরের অভিজ্ঞ কারিগর আঃ রহিম এপর্যন্ত প্রায় ২০০টি বাইচের নৌকা বানিয়েছেন বলে দাবি করেন ।
নৌকা নির্মাণ কমিটির সদস্য ধুলটিয়া গ্রামের বাসিন্দা লিয়াকত আলী জানান, ৬৯হাত বাইচের নৌকাটির নাম দিয়েছেন তারা ‘বাংলার নবাব একতা ধুলটিয়া’ । বাইচের সময় ৬২জন মানুষের প্রয়োজন হবে বাইচ দিতে, প্রায় ১০০সিফটি পাইয়া ও গজারি কাঠ দিয়ে নির্মাণ কাজ চলছে । প্রতিদিন পাঁচজন কারিগর অবিরত কাজ করে যাচ্ছে, নির্মাণ করতে সময় লাগবে দশদিন । আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে নৌকাটি প্রতিযোগিতার জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হবে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুই লক্ষ টাকা, গ্রামের ৩০০ পরিবার মিলে উক্ত খরচ বহন করা হবে । নৌকাটির আয়ুকাল হবে ৪বছর ।
নৌকা নির্মাণের স্থানে প্রায় সকল বয়সী দুইশতের বেশী উৎসুক গ্রামবাসীর ভিড় দেখা গিয়েছে ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]