মো. রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি,টাঙ্গাইল) টাঙ্গাইলের গোপালপুরে লকডাউনের বিধি-নিষেধ উপেক্ষা ও স্বাস্থ্যবিধি অমান্য করে দোকানে হালখাতার আয়োজন করার অভিযোগে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী মেসার্স পাল ট্রেডার্সের প্রো. গোপাল চন্দ্র পালকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে কোনাবাড়ী বাজারে কীটনাশকের ব্যবসায়ী। আজ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্যাট মো. পারভেজ মল্লিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় ওসি মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। ইউএনও মো. পারভেজ মল্লিক জানান, করোনার সংক্রামকরোধে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী জানান, বর্তমানে গোপালপুর উপজেলায় করোনা পজিটিভিটি রেট শতকরা ৬৯.৬৯।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]