টাঙ্গাইলের গোপালপুরে জমিতে পানি দেয়ার জন্য বিদ্যুতায়িত মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল খালেক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গইজারপাড়া গ্রামে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত মোকাদ্দেছ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল খালেক শুক্রবার বিকালে জমিতে ধানের চারা রোপনের জন্য বাড়ী থেকে বের হয়ে যায়। জমিতে পানি কম থাকায় প্রতিবেশি হবিবর রহমানের বিদ্যুতায়িত মোটর চালু করতে মেশিনঘরে প্রবেশ করে। সেখানে অন্য কোনো লোক না থাকায় নিজেই মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে প্রতিবেশি ও স্বজনরা খুঁজতে গিয়ে মেশিনঘরে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে রাতেই গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। পরিবারের লোকজনের কারো কোন অভিযোগ না থাকায় বিনাময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি দেন পুলিশ। শনিবার সকালে নিহতের গ্রামের বাড়ীতে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]