টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের সুতি ঈদগাঁ মাঠ সংলগ্ন বৈরাণ নদে, ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে গোপালপুর থানা পুলিশ।
আজ রবিবার (৯ই অক্টোবর) বেলা ২টায় লাশটি উদ্ধার কাজ হয় ।
স্থানীয়রা জানান, আজ দুপুরে বৈরাণ নদে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে গোপালপুর থানা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও পুলিশ মরদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি ।
স্থানীয়রা আরো জানায়, যুবকটির বয়স আনুমানিক ২৫ হতে পারে, তার পরনে একটি কালো শার্ট প্যান্ট রয়েছে ও বাম পায়ের পাতার উপরে একটি সাদা দাগ রয়েছে।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় মেলেনি, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরে বৈরাণ নদ এর ভিন্ন ভিন্ন স্থান থেকে একাধিক ব্যক্তির অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ, পরবর্তীতে জানা জানা যায় একজন পৌর এলাকার সুতি পলাশ গ্রামের বাসিন্দা মোঃ বেলায়েত হোসেন, আরেকজন হাটবৈরান গ্রামের বাসিন্দা রামেশ্বর চন্দ্র সূত্রধর ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]