টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পৌর শহরের নন্দনপুর বাজার এলাকায় নির্মাণাধীন ভবন মালিকের নিকট এক লক্ষ টাকা চাঁদা চেয়ে দুর্বৃত্তদের চিঠি ও বোমা সাদৃশ্য বস্তু দেখা গেছে, বস্তুটি বালুর বস্তা দিয়ে ঘিরে নিরাপদ স্থানে রাখা হয়েছে, বাড়ির বাইরে পুলিশ অবস্থান নিয়েছে ।
নন্দনপুর বাজার এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী রেহেনা বেগমের বাড়ীতে এঘটনা ঘটে ।
রেহেনা বেগমের ছেলে আঃ রাজ্জাক বহুতল ভবনটি তৈরি করছেন।
রেহেনা বেগম জানান, আজ বুধবার (২৪ নভেম্বর) সকালে বাড়ির গেটে দুইটি চিঠি দেখতে পান, চিঠি পড়ে দুর্বৃত্তদের এক লক্ষ টাকা চাঁদা দাবি ও বোমা রাখার বিষয়ে জানতে পারেন। চিঠিতে লেখা নির্দিষ্ট স্থানে বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে গোপালপুর থানা পুলিশকে অবগত করেন ।
তিনি বলেন, চাঁদা না পেলে আমার ছেলে, মেয়েদের প্রাননাশের হুমকিও দেয়া আছে ঔ চিঠিতে ।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত ওসি (ওসি তদন্ত) মোঃ মাসুম ভূঁইয়া বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, বোমা সাদৃশ্য একটা বস্তু রয়েছে ঐ বাড়িতে, পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে, ঢাকা থেকে উনারা আসলে বোমা সাদৃশ্য বস্তুটি আসলে কি নিশ্চিত করে বলা যাবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]