সারাদেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি’র ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে রবিবার, (২০ মার্চ) সকালে ৯টায় গোপালপুর পৌরসভা ও ঝাওয়াইল ইউনিয়ন পরিষদে উদ্বোধন করা হয়। প্রথম ধাপে ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সারাদেশে ১ কোটি সুবিধাভোগী পরিবার এই সুবিধা পাবেন। এরমধ্যে গোপালপুর উপজেলায় পাবেন ১৩ হাজার ১৩জন।
কার্ডধারী প্রতিজন ১১০ টাকা প্রতি লিটার হিসেবে ২ লিটার সয়াবিন তৈল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি এবং ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল পাবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)পারভেজ মল্লিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সিমা,
ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম , হেমনগর পুলিশ ফাঁড়ির এস আই তৌফিক রহমান প্রমুখ। উপজেলা পরিষদের চেয়ারম্যান ঠান্ডু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার এই যুগান্তকারী পদক্ষেপের ফলে সারাদেশের ১ কোটি পরিবার সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কিনতে পারবে। উল্লেখ্য, উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার কার্ডধারী ব্যক্তিরা পর্যাযক্রমে পণ্য ক্রয় করতে পারবেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]