মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুরে মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে নূরানী স্কলারশীপ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশন এর উদ্যোগে ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় নলিন দারুস সালাম কওমী মাদরাসা কেন্দ্রে উক্ত বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেনী পর্যন্ত ১৬টি মাদরাসার ৩০০জন শিক্ষার্থী অংশ নেয়।
কেন্দ্র পরিদর্শন করেন, অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার (মিজান) গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মুফতি শেখ মাহদী হাসান শিবলী জানান, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিক্ষার্থীদের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা নিতে সক্ষম হয়েছি। সকলের সহযোগিতা ও উৎসাহ পেলে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]