টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই গ্রামে, বিয়ের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনায় তর্ক বিতর্কের জেরে, মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে জখম করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে গোপালপুর থানা পুলিশ।
গোপালপুর থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, বিগত সোমবার (৩ জুলাই) সোনামুই গ্রামের পশ্চিমপাড়া রাসেলের বাড়ীতে বিয়ের দাওয়াতে গেলে একই গ্রামের অসুর পুত্র আমির হোসেন (৫০) এর সাথে তর্ক বিতর্ক হয় আবুল কালামের পুত্র রেজাউল করিম (৩০)এর।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, রেজাউল করিম বাড়ি ফেরার সময় সন্ধ্যা ৬টায় সোনামুই বাজারে পৌঁছালে আমির হোসেনের নেতৃত্বে ২০/২০জন তার উপর হামলায় চালায়,এসময় বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ছোট ছেলে রিভান (২২) ও বড় ছেলে আব্দুল লতিফ(৪০) বাঁধা দিলে, তাদেরকেও দাঁড়ালো অস্ত্র দ্বারা কোপানো হয়, এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ও রেজাউল করিমকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।
ঘটনার সত্যতা স্বীকার করে গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, এঘটনায় গোপালপুর থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোহাগ ও মিচ্চু নামক দুই আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]