মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি,টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুরে মূল্য তালিকা প্রদর্শন ও লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় দুইজন সার ও কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
সোমবার (৪ অক্টোবর) কোনাবাড়ী বাজারের মেসার্স গনেশ ট্রেডার্স ও মেসার্স মনির ট্রেডার্সে মূল্য তালিকা প্রদর্শন ও কীটনাশক লাইসেন্স দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালতে চার হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা, এসময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম শহীদুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুল হালিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল পারভেজ তমাল, এসআই শরিফুল ইসলাম আরণ্যক ও পুলিশের সদস্যবৃন্দ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা জানান,
যেসব দোকানে মূল্য তালিকা ও লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি, আগামীতেও ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে ।