মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধি নিষেধের প্রথম দিনেই টাঙ্গাইলের গোপালপুরে লকডাউনের বিধি-নিষেধ অমান্য করে বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাত পথচারীকে জরিমানা করাসহ তিন জনকে আটক করা হয়।
এসময় দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক,
এ সময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, গোপালপুর পৌর মেয়র মো. রকিবুল হক ছানা, থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, স্থানীয় সংবাদকর্মী বৃন্দ।
অপ্রয়োজনে জনসাধারণের ঘোরাফেরা বন্ধ করতে গোপালপুর পৌর শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে ।