মো. রুবেল আহমেদ, বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল।
"বন্যা, খরা, জলোচ্ছ্বাস, গাছ কাটলে সর্বনাশ। সকল মানুষ, পশুপাখি, অক্সিজেনে বেঁচে থাকি" স্লোগানে স্বেচ্ছাসেবী সংস্থা শুশুয়া ভিল এর উদ্যাগে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নগদাশিমলা ইউনিয়নের মাইজবাড়ীসহ বিভিন্ন সড়কের দু'পাশে নিম, কৃষ্ণচূড়া, চালতা,তাল, কাঠ বাদাম গাছের চারা
রোপন করা হয়। এবং প্রতিটি গাছের চারা শক্ত খুঁটিতে বেঁধে দেওয়া হয়। শুশুয়া ভিল এর সহ-প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী এলিজা সুলতানার পরিকল্পনা ও অর্থায়নে এই কর্মসূচি পালন করা হয়।
রবিবার (৩নভেম্বর) বিকাল ৪টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান। উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও নগদাশিমলা ইউপির সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন, শিমলা জামিরুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আয়নাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবী ছিলেন হিলফুল ফুজুল চর চতিলা।
শুশুয়া ভিল এর প্রতিষ্ঠাতা মাসুম মাহবুব জানান, মানবকল্যাণে শুশুয়া ভিল অতিতের মতো আগামীতেও কাজ করবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]