মো. রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
গাছ লাগাও পরিবেশ বাঁচাও, নিজে বাচোঁ অন্যকে বাচাঁও - এই প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। জনকল্যাণমূলক স্থানীয় 'মানব সেবা সংস্থা' এই অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার বিকালে গোপালপুর-সৈয়দপুর সড়কে ৩কিলোমিটার জুড়ে, দুপাশে ফুল ও ফলের গাছ লাগায় । আগামীতে এসব গাছ সড়কের দু'পাশে সৌন্দর্য ছড়াবে বলে আশা স্থানীয়দের।
বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি জুয়েল সরকার, সহ সভাপতি আল আমিন খান, সম্পাদক জুয়েল খান, দপ্তর সম্পাদক সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক মো. খায়রুল ইসলাম, কোষাধ্যক্ষ সাব্বির হোসেন, স্বাস্থ্য সম্পাদক নয়ন মিয়াসহ অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, ২০২২সালে প্রতিষ্ঠিত গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের খরুরিয়া গ্রামে, মানব সেবা সংস্থাটি গড়ে তোলা হয়। সদস্যদের চাঁদা ও বিত্তবানদের আর্থিক সহযোগিতায় এলাকার রাস্তা সংস্কার, দুস্থদের চিকিৎসা, অসহায়দের আর্থিক সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প, ঈদের সময় অসহায়দের ঈদ উপহারসহ বিভিন্ন জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]