টাঙ্গাইলের গোপালপুরে শিক্ষা, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সূধীজনের সাথে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. পারভেজ মল্লিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় কবি আঃ সাত্তার পলাশীর সভাপতিত্বে বুধবার (৮ সেপ্টেম্বর) বিকাল পাঁচটায়, গোপালপুর উপজেলা হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা গোপালপুরের সাংস্কৃতিক অঙ্গন ঝিমিয়ে পড়ার পেছনে বিভিন্ন কারণ ও অভিযোগ উপস্থাপন করে উপজেলা শিল্পকলা একাডেমী ঢেলে সাজানোর অনুরোধ জানান ।
জবাবে ইউএনও মো. পারভেজ মল্লিক বলেন, উপজেলা শিল্পকলা একাডেমীর বিভিন্ন দুর্বলতা ইতিমধ্যেই দৃষ্টিগোচর হয়েছে, উপজেলা শিল্পকলা একাডেমীকে ঢেলে সাজানোর জন্য সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় গোপালপুরের সাংস্কৃতিক অঙ্গন ঝিমিয়ে পড়ার কারণ নিয়ে আলোচনা করেন, অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, অধ্যাপক আঃ রহিম, সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ী লুৎফুল কবির, আমরা গোপালপুরবাসী ফেসবুক গ্রুপের এডমিন আনজু আনোয়ার ময়না, প্রমুখ ।
গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী রবি কিশোর, জাহিদ সাঁই ও স্থানীয় অন্যান্য শিল্পীবৃন্দ, বাঁশি বাজিয়ে শোনান বংশীবাদক শেখ সোলায়মান ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]