টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া, সওদাগরপাড়া যুব সমাজের আয়োজনে সান্ধ্য ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সওদাগরপাড়া সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন নগদাশিমলা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন জামালপুর সদর বনাম সরিষাবাড়ী উপজেলার বাইটকামাড়ি দল।
আয়োজকরা জানান, মোট ১৬টি দল টুর্নামেন্টে অংশ নিবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সহ সম্পাদক বাবুল হোসেন, নগদাশিমলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আলম খাঁন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. হেলালসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।